শরতের কাশফুল দেখার জন্য এখন সঠিক স্থানের খোঁজ করছেন কমবেশি সবাই। কাশফুলের নরম ছোঁয়ায় মনে প্রশান্তি আসে, সব ক্লান্তি দূর হয়ে যায়। কাশফুল সাধারণত নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে। তবে নদী ও খালের ধারেই এদের বেশি জন্মাতে দেখা যায়। অনেকেই এখন কাশফুলের সৌন্দর্য
বিস্তারিত