1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

বিশ্বে যোগচর্চার রাজধানী হিসাবে খ্যাত শহরটি ভারতে

  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪

বিশ্বকে ভারতের মহৎ দান যোগচর্চা। বিশ্ব যোগ দিবসে এখন সারা বিশ্ব যোগচর্চায় ব্যস্ত। এদেশেই কিন্তু রয়েছে বিশ্ব যোগচর্চার প্রাণকেন্দ্র।

২১ জুন মানেই আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের এই প্রাচীন অভ্যাস এখন সারা বিশ্বে সমাদৃত। বিশ্বের মানুষ বুঝেছেন জীবনে চলার পথে যোগচর্চার অপরিসীম অবদান। বিশ্বকে ভারতের মহৎ দান যোগাভ্যাস। তাই ভারতেই যে বিশ্ব যোগচর্চার রাজধানী শহরটি থাকবে এটা বলাই বাহুল্য।

কিন্তু ভারতের তো সব প্রান্তেই যোগচর্চা হত। প্রাচীন গ্রন্থগুলিতেও যোগচর্চার উল্লেখ মেলে। তাহলে ভারতের কোন প্রান্তের কোন শহর আন্তর্জাতিক যোগচর্চার রাজধানী হয়ে উঠেছে? হিমালয়ের কোলে গঙ্গাতীরের শহরই হল বিশ্ব যোগাভ্যাসের রাজধানী।

এ শহরের নাম একডাকে সকলে চেনেন। তবে এ শহরের কথা বলার আগে এটা বলে নেওয়া দরকার কেন এই শহরকেই বিশ্ব যোগচর্চার রাজধানী বলা হয়।

হিমালয়ের কোলে অতি সুন্দর, নিশ্চিন্ত, কলরব থেকে অনেক দূরে থাকা এ শহরে রয়েছে অনেকগুলি যোগচর্চা কেন্দ্র যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিশ্বের নানা প্রান্ত থেকেও বহু মানুষ যোগচর্চা করতে ভিড় জমান।

যাঁরা যোগচর্চাকে জীবনের অঙ্গ করে তুলতে চান, তাঁরা এখানে এসে শিখে নেন সঠিকভাবে যোগচর্চার নিয়ম। এসব যোগচর্চা কেন্দ্রে শেখানো হয় সঠিকভাবে যোগচর্চার নিয়ম।

উপরি পাওনা হয় এখানকার শান্ত অপার প্রকৃতির কোলে পাহাড়ি পরিবেশে গঙ্গাতীরে যোগচর্চায় ডুবে যাওয়ার সুখ। উত্তরাখণ্ডের হৃষীকেশ শহরকেই বিশ্ব যোগচর্চার রাজধানী হিসাবে ধরে নেওয়া হয়। আধ্যাত্মিক গুরুত্বের দিক থেকেও পাহাড়ের কোলে এই হৃষীকেশ শহরের মাহাত্ম্য অপরিসীম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com