1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

দুবাই শহর কল্পনার থেকেও অধিক সুন্দর

  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪

Dubai এই Arab শহর টি আপনি হলিউড, বলিউড, টলিউড, বিভিন্ন সিনেমায় দেখেছেন এই দুবাই এর ধুমকেতুর মতো উত্থানে চমকিত গোটা বিশ্ব।

১৯৬০ সালের আগে দুবাইতে কিছুই ছিলোনা। ১৯৬০ সালে এখানে প্রথম তেলের খোজ হয়। এরপর দুবাইতে শুরুহয় উন্নয়নের পালা, মাত্র ৫০ বছরে দুবাই আজ সবথেকে দামি শহররে আসনে।

Dubai এর হোটেল Burj Al Arab Jumeirah ওয়ার্ল্ড এর একমাত্র ৭ star হোটেল যার অবস্থান ১০৫৩ উঁচুতে। এর একদিনের রুম ভাড়া প্রায় ইন্ডিয়ান টাকায় ১৩ লক্ষ টাকা।

Dubai এর বসবাসকারি যাদের Emirates বলা হয়, মোট জন সংখ্যার মাত্র ১৫% শতাংশ বাকিরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশী, শ্রীলঙ্কান ও বিভিন্ন দেশীয় নাগরিক।

পোষ্য যখন বাঘ সিংহ চিতা

বন্ধুরা পশু প্রেম বা পোষ্য পালনের শখ সবমানুষের মধ্যেই রয়েছে, কিন্তু দুবাই এর লোক কুকুর বিড়ালের পরিবর্তে বাড়িতে বাঘ, সিংহ, ও চিতা, পালন পছন্দ করে।

বিভিন্ন শহরে যানজট অসহনিয় হলেও দুবাইতে খুবই কম, তাও যদি আপনি ট্রাফিক জ্যামে আটকে পরেন তাহলে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

কারণ দুবাই এর রাস্তায় ৭০ শতাংশ বা তরো বেশি Super Cars চলে তাই আপনি নিজেকে সুপার কারস এর মাঝে আবিষ্কার করবেন।

Disneyland Park এর নাম সৌন্দর্য ও খ্যাতি বিশ্বজোড়া, দুবাই নিজেরা তৈরি করছে Dubai Land, বলা হচ্ছে এটি Disneyland এর থাকে ও অনেকবর।

২০২০ সালে এটি তৈরি হয়েযাবে। বিশেষজ্ঞ দের ধারনা এটি দুবাই এ ভ্রমণকারীদের জন্য অত্যন্ত আকর্ষনীয় স্থানে পরিণত হবে।

দুবাই মল দুনিয়ার সবথেকে বড়ো ও আকর্ষণীয় মল, এখানে ১২০০টি শপ আছে। জারমধ্যে ৩০০টি Gold Shop আছে।

মরুভূমির মধ্যে হলেও দুবাই মলএ আপনি বরফের আনন্দ নিতেপারেন এবং আরও অনেক আকর্ষণীয় জিনিস।

এর বাইরেও দুবাইতে শপিং মল এর ছড়াছড়ি শহরজুড়ে ১০০ও বেশি মল আছে। তাইতো দুবাইকে “Shopping Capital of teh Middle East” বলা হয়।

Gold City Dubai দুবাই স্বর্ণের শহর ও বটে

দুবাইতে বিশাল আয়তনের ৩০০+ স্বর্ণের দোকান আছে। এগুলো দুবাইতে আগত প্রতিটা পর্যটকের কাছে বিশেষ আকর্ষণীয় ও দর্শনীয় বলে বিবেচিত হয়।

২০১৩ সালে দুবাইতে এতটাই স্বর্ণের ব্যবসা হয়েছে যে যার আনুমানিক ওজন ৩৯৪টি হাতির ওজনের সমান ছিলো।

দুবাইতে অপরাধের প্রবণতা প্রায় ০% পার্সেন্ট কারণ এখানে শারিয়া আইন জারি আছে। তাই আপনাকে একটু সচেতন হতে হবে।

দুবাইতে প্রকাশে চুম্বন করা কাঁধে হাত দেয়া ও প্রকাশে ধূমপান সমপূর্ণ নিষিদ্ধ শাস্তি ও জরিমানা যোগ্য অপরাধ বিবেচিতো হয়।

Burj Khalifa অট্টালিকার সবথেকে উপরে বসবাসকারি লোকদের নিচে বাসকারি লোকেদের থাকে রমজান মাসের রোজা দুই মিনিট পরে খুলতে হয়।

কারণ এত উচ্চতায় তারা সূর্য দুই মিনিট দেরি পর্যন্ত দেখতে পাওয়ায় কারনে।

দুবাইতে সুধু ঘরে ও অফিসেই এসি নয় প্রতিটা পাবলিক বাস স্টপেজে ও শীতাতপ নিয়ন্ত্রিত।

দুবাই এর সবথেকে বড় আজব তথ্য টি হয়তো আপনি জানেন না। দুবাইতে একটি ঘূর্ণায়মান ভবন নির্মাণ কাজে চলছে।

এটার উচ্চতা বলা হয়েছে ১০৭৫ ফুট। ২০২০ সালে নির্মাণ সমাপ্ত সময়কাল ধরা আছে।

এটিই হবে দুনিয়ারে প্রথম ঘূর্ণায়মান ভবন, এটি ঘুরতে যতো বিদ্যুৎ খরচ হবে তারথেকে দশগুন বেশি বিদ্যুৎ এটি উৎপন্ন করবে।

১০৯০ সালে এখানে মাত্র একটিই গগন চুম্বি ইমারত ছিলো, যার নাম Dubai World Trade Centre।
এখন দুবাইতে দুইশো বা তারও বেশি গগন চুম্বি বিল্ডিং এবং একহাজার আরেও উঁচু বিল্ডিং আছে। এটি ক্রমাগত সংখ্যায় বাড়ছে।

আপনারা সবাই Burj Khalifa এর নাম শুনেছেন কিন্তু এটি এখন পুরানো হয়েগেছে। দুবাইতে তৈরি হচ্ছে Dubai Creek Tower যেটি ১০০০ মিটার উচ্চতার বিল্ডিং হবে।

জুম্মার নামাজের মাহাত্ম অনুভব করে দুবাই সরকার শুক্র ও শনিবারে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে রবিবারের পরিবর্তে।

Dubai Sports Cars এর রাজধানী

দুবাইতে Sports car এর ছড়াছড়ি তাই পুলিশকে Ferrari, Lamborghini, BMW, স্পোর্টস কার নিয়ে চলতে হয়।

যাতে সিগন্যাল ও বিভিন্ন ট্রাফিক আইন অমান্য করি চালকদের সহজেই কব্জা করাযায়।

দুবাইতে দামি দামি গাড়ি ও বিলাসিতার একটি বিশেষ কারনহলো এখানে বসবাসকারী ও ব্যাবসায়ী দের থাকে কোনো রকম ট্যাক্স নেয়া হয়না।

দুবাইয়ের প্রধান আয়ের মাধ্যম হলো Tourism & Real Estate Business তাদের অর্থনীতিতে তেলের অবদান মাত্র ৬% পার্সেন্ট ।

Interesting Facts About Dubai

অনেকেই মনেকরে দুবাইয়ের অর্থ ব্যবস্থা শুধু তেলের উপরই নির্ভরকরে সেটা ভাবা সম্পুর্ণ সঠিক নয়।

তাই তেলের ভান্ডার শেষ হলেও দুবাই এর জলুশ কখনো শেষ হবে না একরকম নিশ্চিত বলা যায় ।

সারাবিশ্বের যতো কন্সট্রাকশন ক্রেন আছে তার সতকরা ২৪ পার্সেন্ট দুবাইতে নিয়োজিত আছে।

দুবাইয়ের সবথেকে বড়ো ট্রেডিং পার্টনার হলো China দ্বিতীয় India এবং United States of America তৃতীয় বৃহৎ ব্যাবসায়িক দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com