সব দেশেরই একটা নিজস্ব সৌন্দর্য থাকে। থাকে একটা বিশেষ রূপ। সুইস আল্পস দেখার সাধ ছিল বহু দিনের! একদিন কপালগুণে সে আশা পূর্ণ হল। তাকে না দেখেও মনের পটেতে সেই অদেখা সুন্দর দেশটির একটি ছবি এঁকেছিলাম। পাইন বনের সারি দিয়ে ঘেরা পাহাড়ি গ্রাম, যার পিছনে দেখা যায় ধবল শিখর-চূড়া। তার সামনের উপত্যকার গায়ে সাজানো কুটিরগুলোর পাশ দিয়ে বয়ে যায় স্রোতস্বিনী, পাহাড়ি নদীর বেশে! আলপাইন গ্রাম্য
বিস্তারিত