আজ আমার সিডনিতে আসার ২৭ বছর পূর্ন হলো। নিজের চোখের সামনে দেখেছি আমার এই প্রানের শহরটা বদলে যেতে। এই শহরে এখন আম, জাম, লিচু, কাঠাল পাওয়া যায়। পাওয়া যায় লাল শাক, সীম, মূলা, ঝিংগা, বেগুন, ফুলকপি সহ নানা দেশীয় সবজি। আছে দেশের অনেক প্রকারের মাছ। স্বাদে গন্ধে কখনো মনে হয় না বাংলাদেশ থেকে দূরে আছি
বিস্তারিত