সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অপার রহস্য আর সৌন্দর্যের মিশ্রণে। সারা পৃথিবীতেই রয়েছে অসংখ্য বিস্ময়কর বস্তু যা প্রতিনিয়ত আমাদের আশ্চর্যান্বিত করে থাকে। এরমধ্যে সমুদ্রসৈকত কিংবা দ্বীপ ভ্রমণ প্রেমীদের জন্য এক স্বর্গ। আজ পৃথিবীর এমন সুন্দর ও চমকপ্রদ ১০টি দ্বীপ ও সমুদ্র সৈকত নিয়ে পুরো লেখাটি সাজালাম।
এই সমুদ্র সৈকতটি মেক্সিকোর পুয়ের্তো ভ্লায়াতরা থেকে স্পিড বোট দিয়ে ঘণ্টাখানিক পথ পাড়ি দিয়ে যেতে হয়। একটি কৃত্রিম টানেলও আছে এই দ্বীপের মধ্যে। এই দ্বীপ সমুদ্রসৈকতটি অন্তর্জাতিক পর্যটক বিশেষত তরুণ-তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়। রোমান্টিক সময় পার করতে চাইলে এই সমুদ্রসৈকতের বিকল্প আর কিছু হতে পারে বলে মনে হয়না।
সবাই হয়ত যুক্তরাষ্ট্রের বিখ্যাত সমুদ্র সৈকতের নাম শুনে থাকবেন কিন্তু ড্রাই তর্তুগাজের সাথে কম পরিচিত থাকবেন। মূল ফ্লোরিডা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতটির অবস্থান। পর্যটকমহলে এটির বেশ গুরুত্ব আছে। তবে জেনে রাখা ভালো যে এই সমুদ্রসৈকতেই সাধারণত বিভিন্ন অভিবাসীরা অবৈধভাবে এসে ভিড় জমায়।
অস্ট্রেলিয়ায় অবস্থিত এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণে গঠিত এক অপার মহনীয় স্থান। কাঁধে ব্যাকপ্যাক আর সাথে একটা মাউন্টেন সাইকেল নিয়ে বেড়িয়ে পড়তে চাইলে এর থেকে সুন্দর যায়গা আর কিছু হতে পারেনা। তবে আপনি চাইলেই এই দ্বীপে যে কোন সময় ঘুরতে যেতে পারবেন না। একই সময়ে মাত্র ৪০০শত মানুষকে একসাথে এই দ্বীপে অবস্থান করতে দেয়া হয়। তাই আপনাকে আগে থেকেই যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
অনেক দ্বীপে ঘেরা অস্ট্রেলিয়ার আরেকটি সমুদ্রসৈকত হল হোয়াইট হেবেন সমুদ্রসৈকত। বিস্ময়করভাবে এই সমুদ্র সৈকতের সব বালি সাদা রঙয়ের। এছাড়াও বলা হয়ে থাকে যে পৃথিবীর সবথেকে সাদা আর পরিষ্কার বালি শুধু হোয়াইট হেবেনেই মিলবে।
আন্দামান সমুদ্রের উপকূলে থাইল্যান্ড এর অন্তর্গত এই দ্বীপটি বিশ্বের অন্যতম কয়েকটি দ্বীপের একটি। কিছুটা বন্য ম্যানগ্রোভ ফরেস্ট আর প্রকৃতির অনন্য সুন্দর এই দ্বীপটি পর্যটকদের কাছে বহুল আকাঙ্ক্ষিত এক বস্তু। এই দ্বীপের আশেপাশে বিভিন্ন জেলে গোষ্ঠীর বসবাস।
মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে অবস্থিত এই দ্বীপটি অনেকটা যান্ত্রিকতার বাইরে। ফেরি কিংবা বোট দিয়ে এখানে যেতে হয়। একবার পৌঁছে গেলে কেউ আর এই আবর্জনায় ভরা পৃথিবীতে ফিরে আসতে চাইবে না। তেমন কোন ইঞ্জিনের গাড়িঘোড়া নেই। একমাত্র ভরসা হল পায়ে হাটা কিংবা ছোট গল্ফারদের জন্য ব্যবহৃত দুই সিটের ছোট গাড়ি পাওয়া যায়।
তথ্যসূত্রঃ worlfortravels.com