সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাসহ অন্যান্য তুষারশৃঙ্গের চোখ ধাঁধানো রূপ, উচ্ছল নদী ও ঝরনা, অর্কিড ও ফুলের সমাহার, রং-বেরঙের পাখির আনাগোনা, অরণ্যের নিস্তব্ধতা- প্রকৃতির এক অপরূপ রূপ দেখার জন্য প্রতিবছর বাঙালিরা সিকিমে গিয়ে ভিড় করেন। সিকিমে দর্শনীয় অনেক জায়গা আছে। এক যাত্রায় সব কিছু দেখা প্রায় দুঃসাধ্য। সারা বছর
বিস্তারিত