জেনেভা লেক সম্পর্কে এই কথাটাই আমার মনে এল। আর গল্প শুনে তারে আমি কবে যেন ভালবেসে ফেললাম! মনে পড়ে, এই লেকের সঙ্গে আমাকে পরিচয় করে দিয়েছিলেন সাহিত্যিক অন্নদাশংকর রায়, তাঁর ‘পথে প্রবাসে’ গ্রন্থে। ফ্রান্স সফর শেষে বেরিয়ে পড়লাম সুইজ়ারল্যান্ডের উদ্দেশে। অ্যানেসি থেকে ট্রেনে চেপে জেনেভায় উপস্থিত হলাম। বহুদিনের ইচ্ছা, একবার ওয়র্ল্ড হেলথ অর্গানাইজ়েশন অর্থাৎ ‘হু’র বিল্ডিংটিকে স্বচক্ষে দেখার। জেনেভা ভ্রমণ আমার সেই স্বপ্নপূরণের গল্প। জেনেভা শহরটি
বিস্তারিত