কলকাতা থেকে উড়ান ছিল রাত সাড়ে এগারোটায়। দিল্লিতে ঘন্টা চারেক লে-ওভার নিয়ে প্লেন ছাড়ল সকাল ৫:৫৫ মিনিটে, শ্রীনগর ঢুকলাম সকাল সাতটায়। রাতের উড়ান একদিক থেকে ভালো, তাতে করে সকাল সকাল মূল বেড়ানোর জায়গায় পৌঁছে যাওয়া যায়। শ্রীনগরে নেমেই বিপদে পড়লাম, দুজনের ফোনেই জিও কানেকশন অচল হয়ে পড়ল। এখন বাইরে অপেক্ষমান ড্রাইভারের সাথে যোগাযোগ করবো কিভাবে!
বিস্তারিত