যতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক প্রদেশে গড়ে উঠছে নিওম। লোহিতসাগরের ধারে ১২টি ছোট ছোট শহর নিয়ে তৈরি এই নগরীর পার্বত্য ও উপত্যকা এলাকাতেও
বিস্তারিত