ময়মনসিংহ বিভাগের এক অনিন্দ্য সুন্দর জেলা নেত্রকোনা, যা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি হিসেবে পরিচিত। ভারতের মেঘালয় সীমান্তের কোল ঘেঁষে অবস্থিত এই জেলায় রয়েছে প্রকৃতির অপরূপ শোভা-গারো পাহাড়ের হাতছানি, পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির মনজুড়ানো দৃশ্য, সুবিশাল হাওর, আর অসংখ্য ছোট-বড় বিল। খনিজ সম্পদে ভরপুর এই জেলা কাঁচ বালি, সিলেকশন বালি, কয়লা, কেউলিন এবং পাথরের জন্যেও সুপরিচিত।
বিস্তারিত