আন্দামান সাগরের এদিকটায় পানি বেশ উষ্ণ, আরামদায়ক। ঘণ্টার পর ঘণ্টা জলকেলিতেও তাই ক্লান্তি আসে না। পানির ওপরে এক জগৎ, যেখানে রাজত্ব করছে মানুষ। আর নিচে আরেক জগৎ, যেখানে অক্সিজেনের স্বল্পতা মানুষকে ঠেকিয়ে রেখেছে শান্তিবিনাশী সিদ্ধান্ত গ্রহণে। নিচের রাজত্বে তাই সুনির্দিষ্ট কারও আস্ফালন নেই। নিজস্ব বাস্তুতন্ত্রে নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে সবাই ব্যস্ত। আমাদের মতো কিছু দুপেয়ে
বিস্তারিত