1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

জাপান সমৃদ্ধি প্রকৃতি ও সুন্দরের অপূর্ব দেশ

  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪

জাপান এমন এক দেশ যেখানে কাজকে ধর্ম বলে মানা হয়, বর্তমান বিশ্বের ইলেকট্রনিক জিনিস বিপ্লবের ও উন্নত প্রযুক্তির বিস্তারে জাপানের গবেষনা ও ভূমিকা অগ্রগামী।

তবে জাপানের আরো কিছু পরিচিতি রয়েছে যারমধ্যে মন মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য অন্যতম, একাধিক দ্বীপের সমন্নয়ে তৈরি দেশ জাপান পাহাড় সবুজ বরফ ও চেরি ফুলের এশিয়া মহাদেশের স্বর্গ দেশ।

জাপান দেশটি ৫৮০০ টির বেশি দ্বীপ নিয়ে একটি সুন্দর সামুদ্রিক দেশ, জাপানের চারিদিকে দক্ষিণ চীন সমুদ্র।

তাই জাপানকে একটি চিরসবুজ দেশ বলা যায়, অধিকাংশ ছোট ছোট পুরাতন আগ্নেয়গিরি পাহাড় দ্বীপের দেশ জাপান।

জাপানের মোট আয়তন ৩৭৭,৯৭৫ কিলোমিটার ও ১৪৫৯৩৭ মাইল, জাপানের জনসংখ্যা ২০১৯ সালের হিসেব অনুযায়ী ১২ কোটি ৬১ লক্ষ ৫০ হাজার।

জাপানে জনসংখ্যার ঘনত্ব প্রতি স্কয়ার মাইলে ৩৩৪ জন, এটি বিশ্বের ২৪ তম ঘনবসতি পূর্ণ দেশ।

জাপান দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী অর্থনীতির দেশ এটি G20 তালিকা ভুক্ত। জাপানের মুদ্রার নাম জাপানিজ যুন এটি ডলারের বিপরীতে একটি শক্তিশালী মুদ্রা।

জাপান একটি উৎপাদনশীল দেশ জাপানের অর্থনীতির ও জিডিপির প্রধান শক্তি উৎপাদনশীলতা, জাপানের মোট GDP 2020 সাল পর্যন্ত $5.413 Trillion Dollar এ উন্নীত হয়।

জাপানের মোট জনসংখ্যার ৯৭.৮ শতাংশ জনসংখ্যা জাপানিজ, ০.৬ শতাংশ চাইনিজ, ০.৪ শতাংশ কোরিয়ান এবং ১.২ শতাংশ পৃথিবীর অন্য দেশের জনসংখ্যা বাস করে।

জাপান ছোট থেকে বড় সব প্রযুক্তির নিখুঁত ও ১০০ ভাগ সফলতার জন্য সারা বিশ্বে বিশেষ ভাবে পরিচিত, জাপান টেকনোলজির সর্বোচ্ছ শিখরে অবস্থান করছে যা অন্ন কোন দেশের থেকে প্রায় ৫০ বছর এগিয়ে।

জাপানের রাজধানী Tokyo City টোকিও সিটি বিশ্বের সবথেকে বড় শহর মনে করা হয়, টোকিও শহর জাপানের সবথেকে বড় শহর।

জাপানের টোকিও শহরে আপনি নিজেকে টাইম মেশিনে আবিষ্কার করবেন কারণ জাপানিরা সময়ের অধিক মূল্য দেয়, জাপানের বাস সময় মেনে চলে ও সকল নাগরিক ও সময়ের সাথে ছোটে।

জাপানের মেট্র ট্রেন বিশ্বের সবথেকে দ্রুতগতির ট্রেন বলে মানা হয়, জাপানের মেট্রো ট্রেন এক সেকেন্ডের ও কম সময় লেট করে চলে তাই বিশ্বের কাছে জাপানের মেট্রো বিস্ময়।

জাপানের বাচ্চা জন্ম রেট খুবই কম, আপনি জেনে অবাক হবেন জাপানে প্যাম্পার্স বিক্রির থেকে বড়দের ডায়াপার বেশি বিক্রি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com