1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

পাহাড়ের ধাপে ধাপে সাজানো ছবির মত সুন্দর গ্রাম, দার্জিলিংয়ের কাছেই সেরা অফবিট ডেস্টিনেশন

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দেখতে দেখতে শীতের হাওয়া বইতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। শীতের ছুটিতে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। আপনিও কি উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করছেন? ভিড় থেকে দূরে একটু অফবিট জায়গা খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। কারণ আজ আপনাদের খোঁজ দেব দার্জিলিংয়ের কাছেই এই সুন্দর অফবিট গ্রামের। যেখানে পর্যটকের ভিড় এখনও সেভাবে পৌঁছায়নি।

অনেকেই ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে অফবিট জায়গার খোঁজ করেন। সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন সুখিয়া বাজারের কাছেই পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম কায়াবীরে। যেখানে জানলা খুললেই ধাপে ধাপে সাজানো সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা দেখা যাবে।

কিভাবে যাবেন কায়াবীর?

কায়াবীর পৌঁছাতে চাইলে প্রথমেই হাওড়া বা শিয়ালদাহ থেকে উত্তরবঙ্গগামী কোনো ট্রেনে উঠে পড়ুন। এরপর NJP স্টেশনে নেমে পড়ুন। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে কায়াবীর। সুখিয়া বাজার থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই রয়েছে এই সুন্দর গ্রামটি।

কায়াবীর পৌঁছে কি কি দেখবেন?

গ্রামটি যেহেতু পাহাড়ের ধাপে অনেকটা উঁচুতে অবস্থিত তাই জানলা থেকেই অপরূপ সুন্দর পাহাড় দেখা যাবে। এরপর ধীরে ধীরে রাস্তা বেয়ে নিচে নামলেই পাহাড়ি পাইন জঙ্গল থেকে শুরু করে ছোটখাটো ঝর্ণা চোখে পড়বে। এছাড়া গ্রামের নাগ মন্দির, মঞ্জুশ্রী ঝর্ণা। এছাড়া গড়ি বুকিং করে সাইট সিংয়ের জন্য দার্জিলিংয়ের টুরিস্ট স্পট ঘুরে দেখে নেওয়া যেতেই পারে।

থাকা খাওয়ার

কায়াবীর পৌঁছানোর পর সেখানে থাকার জন্য প্রচুর হোটেল থেকে হোমস্টে রয়েছে। হোমস্টে মোটামুটি ১৩০০-১৫০০ টাকা জনপ্রতি খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তবে চাইলে হোটেল বা রিসোর্টেও যেতেই পারেন। সেক্ষেত্রে খরচ একটু বাড়বে।

বাজেট

আপনি যদি কায়াবীর যাওয়র প্ল্যান করে থাকেন তাহলে ট্রেনের টিকিটের জন্য ৩৫০ টাকা করে খরচ হবে। এরপর প্রাইভেট গাড়ি বুক করে এনজেপি থেকে কায়াবীর পর্যন্ত যাওয়র জন্য প্রাইভেট গাড়ি করলে ২০০০ থেকে ২৫০০ টাকা খরচ হবে। তবে লোকসংখ্যা কম হলে শেয়ার গাড়িতে ২৫০ টাকা খরচ করেও চলে আসতেই পারেন। এরপর হোমস্টে আর সাইটসিইং ও টুকিটাকি খরচ মিলিয়ে ৩০০০-৪০০০ টাকা খরচে ২ থেকে তিন দিনের ঘোরা হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com