1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

ফুকেট-ফিফি-ক্রাবি ট্যুর

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
থাইল্যান্ডে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পিক সিজনে যারা বেড়াতে আসবেন তারা এই আইটিনারি টি ফলো করতে পারেন বা কোন প্রশ্ন থাকলে মন্তব্যে করতে পারেন। আমার ভ্রমন অভিজ্ঞতার আলোকে তুলে ধরছি।
ডে ১: ফুকেটের আর্লি মর্নিং ফ্লাইট নিবেন। থাকবেন পাতং বীচের কাছাকাছি। এখন হাই সিজন তাই হােটেল ভাড়া ১০০০+ লাগতে পারে। একা হলে হোস্টেলও থাকতে পারেন। খরচ কমাতে চাইলে বাসেও আসতে পারেন, বাসে ৮০০ বাথ লাগবে, ফ্লাইটে ১৫০০-২০০০ বাথ।
এইদিন বীচে বা নাইট মার্কেট ঘুড়াঘুড়ি করতে পারেন। এবং পরের দিনের জন্য সিটি ট্রিপ হাফ ডে/ফুল ডে প্যাকেজ নিতে পারেন। যদি বাইক চালানোতে এক্সপার্ট হন পাহাড়ি রাস্তায় তাহলে বাইক রেন্ট করতে পারেন ৩০০-৪০০ বাথ লাগবে। ইন্টারন্যাশানাল ড্রাইভিং লাইসেন্স লাগবে না হয় পুলিশ ধরলে ৫০০-১০০ বাথ জরিমানা।
ডে ২: ফুকেট সিটি ট্রিপে চলে যেতে পারেন। হাফ ডে/ফুলডে আইটিনারি অনুযায়ী ১২০০-২০০০ বাথ লাগতে পারে।
ডে ৩: ফুকেট টু ফিফি আইল্যান্ড ফেরী অথবা স্পিড বোটে যেতে পারেন। ৭০০-১২০০ বাথ। হোটেল থেকে আপনাকে ফেরী ঘাট পর্যন্ত নিয়ে যাবে তারপর ওখান থেকে ফেরী/স্পিডবোট করে ফিফি আইল্যান্ড।
ডে ৪: ফিফি আইল্যান্ডে ডে ট্রিপে বের হয়ে যাবে। আশে পাশের সবগুলো আইল্যান্ড এক্সপ্লোর হবে। স্নরকলিং করতে পারবেন। খরচ ৮০০-১৫০০ বাথ লাগবে।
ফিফিতে হোটেল ১০০০+ বাথ খরচ পরবে।
ডে ৫: ফিফি আইল্যান্ডে টু ক্রাবি ফেরী বা স্পিডবোটে ৬০০-১২০০ বাথের মত লাগতে পারে। ক্রাবি আও নাং বীচের কাছে হোটেল নিবেন।
ডে ৬: ক্রাবি তে ৪ আইল্যান্ড ডে ট্রিপ প্যাকেজ নিয়া হং, পদা, চিকেন, রেলী ইত্যাদি আইল্যান্ড গুলো ভ্রমন করে ওই দিন ব্যাংককে ব্যাক করতে পারেন।
ক্রাবি ডে ট্যুর প্যাকেজ গুলো ১২০০-১৬০০ বাথের মধ্যে পাবেন। হোটেল ভাড়া এয়নাং বীচের কাছে থাকলে ১০০০+ বাথ খরচ পরবে।
আপনি যদি ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে ডে ট্রিপে যান সেক্ষে ফিফি থাকার দরকার হবেন। দুইদিন সময় এবং টাকা বেচে যাবে।
👉 হোটেল বুকিং এর এপ্স: এগোডা
👉 ট্যাক্সি এপ: গ্রাব বা বোল্ট। গ্রাবে খরচ বেশী কিন্তু গাড়ি অনেক থাকে। বোল্টে খরচ কম বাট গাড়ি পেতে সময় লাগে।
👉 ফুকেট ফিফি ক্রাবি এবং থাইল্যান্ডে এয়ারপোর্ট ট্রান্সফার এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন: Wahtsapp +66 083 949 6685
👉 থাইল্যান্ডের ডমিস্টিক টিকেট বা ইন্টারন্যাশাল এয়ারটিকেট: স্কাইস্কানার বা বাংলাদেশী পোর্টালগুলো যেমন শেয়ারট্রিপ, গো যায়ান ইত্যাদি।
👉 থাইল্যান্ডের বাস টিকেট: 12go Asia
চেস্টা করবেন কমপক্ষে ৭-১৫ দিন আগে থেকে সবকিছু বুকিং করতে। ইনস্ট্যান্ট বুকিং দিতে চাইলে ডবল দামেও পাবেননা। থাইল্যান্ডের ভ্রমন বিষয়ক যে কোন প্রশ্ন থাকলে মন্তব্য করতে পারেন। আমি যতাসাধ্য সাহায্যের চেস্টা করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com