শীত ও উষ্ণতার আরামপ্রদ মেলবন্ধনের জন্য সেরা জায়গা হলো সমুদ্র সৈকত। ঝলমলে পানিতে নৌকা নিয়ে ভেসে চলা আর সাগর পাড়ের স্বতন্ত্র সংস্কৃতি উপভোগের জন্য সেরা জায়গা হলো থাইল্যান্ডের ফুকেট।
ফুকেট, থাইল্যান্ডের মূল ভূখণ্ডের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ, আন্দামান সাগরের মধ্যে। প্রধান ও বৃহত্তম দ্বীপ ফুকেট প্রদেশের অন্তর্গত ৩২টি ছোট ছোট দ্বীপের মধ্যে অন্যতম। ফুকেট শহরটি প্রদেশের রাজধানী।
ফুকেটের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো
ফি ফি ডন ও ফি ফি লে দুটি দ্বীপ নিয়ে গঠিত। নীলচে সবুজ পানিতে প্রতিদিনই ফুকেট থেকে ক্রুজ যায়। স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, সার্ফিংসহ নানা রোমাঞ্চকর রাইড এখানে উপভোগ করতে পারবেন।
ফাং এনগা বে
৪২টি দ্বীপের এই অগভীর উপসাগরটি ম্যানগ্রোভ, সমুদ্র ঘাসের বিছানা ও প্রবাল প্রাচীরসহ নানা প্রজাতির জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
জেমস বন্ড আইল্যান্ড
১৯৭৪ সালের জেমস বন্ড মুভি ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’-এর শুটিং হয়েছিল এখানে। সাঁতার কাটা, সেইলিং ও কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে।
ফুকেট সৈকত
সান বাথ, সাঁতার, স্নোরকেলিং, জেট স্কাইং, প্যারাসেইলিং, বানানা বোট ও হবি ক্যাট সেইলিংয়ের জন্য পর্যটকদের মূল আকর্ষণ।
বিগ বুদ্ধা
নক্কার্ড পাহাড়ের চূড়ায় সাদা মার্বেলের বিশাল বুদ্ধ মূর্তি। এর উচ্চতা ৪৫ মিটার। চূড়ায় উঠে পুরো চালং উপসাগর ও কাতা সমুদ্র সৈকত দেখা যায়।
ফুকেট অ্যাকোয়ারিয়াম
পানির নিচের জগৎ দেখার জন্য সেরা গন্তব্য। সামুদ্রিক প্রাণীদের বিশাল সুড়ঙ্গে প্রবেশ করে দেখা যায়।
থাইল্যান্ডের পর্যটন ভিসার আবেদন
ফুকেট ভ্রমণে যেতে হলে প্রথমে থাই ট্যুরিস্ট ভিসা নিতে হবে। এর জন্য একক এন্ট্রি ভিসার জন্য আবেদন করা যেতে পারে, যার মেয়াদ থাকবে ৩ মাস পর্যন্ত।
ভিসার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
✪ পূরণকৃত আবেদনপত্র ✪ ৬ মাসের মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট ✪ ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ✪ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ✪ এয়ার টিকেট ✪ ভিসা অনুরোধ পত্র ✪ চাকরিজীবীদের জন্য বেতনের ব্যাংক স্টেটমেন্ট ✪ ডাক্তারদের জন্য বিএমডিসি সার্টিফিকেট বা হাসপাতালের চিঠি ✪ আইনজীবীদের জন্য বার কাউন্সিলের সার্টিফিকেট ✪ শিক্ষার্থীদের জন্য স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সুপারিশপত্র বা স্টুডেন্ট আইডি কার্ড ✪ ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ✪ দম্পতিদের ভ্রমণের ক্ষেত্রে বিবাহের কাবিননামা
ভ্রমণকালীন সতর্কতা ও কিছু টিপস
– ফি ফি আইল্যান্ডে এক রাত থাকা উচিত। ৯টা বিচ ও থাইল্যান্ডের ক্রাবি ঘুরে দেখার সুযোগ। – সমুদ্রের পাড়ে সানগ্লাস ও সানস্ক্রিম ব্যবহার করুন। – সাগরে নামার আগে সতর্ককারী পতাকাগুলো দেখে নিন। লাল পতাকা থাকা স্থানগুলো এড়িয়ে চলুন। – হালকা পোশাক ও আরামদায়ক জুতা পরুন। পোকামাকড় প্রতিরোধক ও হ্যাট সঙ্গে রাখুন।
থাইল্যান্ডের ফুকেট ভ্রমণ নিঃসন্দেহে বৈচিত্র্যপূর্ণ অবকাশ যাপনের এক চিত্তাকর্ষক সংগ্রহশালা। ফি ফি দ্বীপপুঞ্জ, ফুকেট সমুদ্র সৈকত ও ফাং এনগা বে ঘুরে বেড়ানোর সময় প্রতিটি পদক্ষেপে মিলবে তার নিদর্শন। একটি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এই যাত্রা শুরু করতে দুই সপ্তাহ আগে থেকেই ট্যুরিস্ট ভিসার কাজ শুরু করে দিন।