হানিমুনে বিদেশ যাওয়ার কথা যদি ভাবেন, তাহলে যেতে পারেন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। মালদ্বীপের মতোই আবহ পাবেন সেখানে। আর খরচও হবে কম। এই দ্বীপপুঞ্জ হানিমুন কাপলদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
আন্দামানে আছে ৩০০টিরও বেশি দ্বীপ। তার মধ্যে হ্যাভলক দ্বীপকে বিশ্বের সুন্দরতম দ্বীপের তালিকায় ধরা হয়। এটি এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি। হ্যাভলক দ্বীপ তার ঘন আদিম অরণ্য, প্রবাল প্রাচীর, নীল রঙের সৈকত ও অনেক সুন্দর দৃশ্য দ্বারা বেষ্টিত।
শুধু তাই নয়, নীল দ্বীপ, রস দ্বীপের মতো অনেক সুন্দর দ্বীপও আছে আন্দামানে। নির্বাচিত শিলা গুহাগুলি ছাড়াও, রস এবং স্মিথ দ্বীপপুঞ্জে আরও অনেক ধরনের গুহা পাবেন।
আন্দামানে মিলবে জিভে জল আনা সব সামুদ্রিক খাবার। বাহালি, উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবারও এখানে বেশ জনপ্রিয়। পোর্ট ব্লেয়ারের রেস্তোরাগুলোতে কাঁকড়া ও বিভিন্ন ধরনের মাছের পদ পরিবেশন করা হয়।
প্রথমে যেতে হবে কলকাতা বা দিল্লিতে। তকেউ যদি দিল্লি থেকে আন্দামান যান, তাহলে বর্তমান একমুখী টিকিটের দাম পড়বে প্রায় ৭-১০ হাজার টাকা। যদি কয়েক মাস আগে টিকিট বুক করেন তবে টিকিট খরচ কিছুটা কম হতে পারে।
অন্যদিকে কলকাতা থেকে একমুখী বিমানের খরচ আরও কম। টিকিটের দাম মোটামুটি ৪০০০ টাকা থেকে শুরু। আগে থেকে টিকিট কেটে রাখলে খরচ আরও কম পড়বে।
শুধু তাই নয়, চার-পাঁচ দিন থাকলে কম বাজেটের হোটেল, যাতায়াতের জন্য রিকশা এবং স্থানীয় খাবার খেতে পারেন। তাদের মোট খরচ পড়বে ২০-২৫ হাজার।
আন্দামানে পৌঁছানোর জন্য কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু থেকে পোর্ট প্লেয়ারের সরাসরি বিমান পাবেন। এরপর পোর্ট ব্লেয়ার থেকে জাহাজে করে আন্দামান যেতে হয়। এতে অবশ্য অনেকটাই সময় লাগে।
সময় বাঁচাতে চাইলে সেখান থেকে অসামরিক বিমান চলাচল সেক্টরের অনুমতি নিয়ে বেসরকারি বিমানে সস্তা প্যাকেজে আন্দামান যেতে পারেন। টিকিট বুক করার আগে একবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্যগুলো পড়ে নিন।
সূত্র: ট্রাভেল ট্রায়াঙ্গেল