দুর্গাপুজোর মরসুম শেষ হলেই বাঙালির মনটা দার্জিলিং-দার্জিলিং করতে শুরু করে। পুজোর পরের সময়টা যে এই শৈলশহরে ভ্রমণের জন্য আদর্শ। এ সময়ে পাহাড়ি আবহাওয়াও থাকে সুন্দর এবং স্বস্তিদায়ক। ফলে আনন্দে সফর কাটে পর্যটকদের।
![দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অপার। চারপাশে বিস্তীর্ণ পাহাড়, অসংখ্য চা বাগান, এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য মন জুড়ে প্রশান্তি এনে দেয়।](https://assets.telegraphindia.com/abp/2024/Oct/1728843410_2.jpg)
দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অপার। চারপাশে বিস্তীর্ণ পাহাড়, অসংখ্য চা বাগান, এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য মন জুড়ে প্রশান্তি এনে দেয়।