1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

‘আই লাভ রাঙ্গামাটি’ মুগ্ধ করবে পর্যটকদের

  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

এক দিকে পাহাড় অন্যদিকে বিশাল কাপ্তাই হ্রদের জলরাশি- এ যেন সৃষ্টিকর্তার এক অপরূপ মুগ্ধতা। রাঙ্গামাটির মুগ্ধতা ছড়ানো এই দৃষ্টি নন্দন দৃশ্য চোখে পড়বে রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে। আগত দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে রাঙ্গামাটি আসামবস্তি সড়কে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন পর্যটন স্পট। এই সড়কে গড়ে ওঠা আই লাভ রাঙ্গামাটি স্পটটি মুগ্ধ করবে পর্যটন প্রেমিকদের মুগ্ধ করবে।

এই সড়ক ও আই লাভ রাঙ্গামাটিতে ছবি তুলতে ছুটছে স্থানীয় ও দেশ- বিদেশের শত শত পর্যটক। আসামবস্তি-কাপ্তাই সড়কে পর্যটন প্রেমিকদের মুগ্ধ করবে আই লাভ রাঙ্গামাটি পয়েন্ট। রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় ‘আই লাভ রাঙ্গামাটি’ নির্মাণ করা হয়েছে। আসামবস্তি-কাপ্তাই সড়কে পর্যটন পিপাসুদের জন্য এটি একটি সৌন্দর্যের প্রতীক বলে অনেকে মনে করেন। ‘আই লাভ রাঙ্গামাটি’ এ সড়ককে অনেকটা নন্দিত করেছে। আসামবস্তি-কাপ্তাই সড়কের সৌন্দর্য্য যেন বিদেশি কোনো এক পর্যটন শহরের দৃশ্য গেঁথে দেয়া হয়েছে।

এ সড়ক দিয়ে একবার ভ্রমণ করলে বারবার যেতে ইচ্ছে করে। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর রাঙ্গামাটি জেলার যে দিকে তাকাই সেদিক মুগ্ধ করে দেয়। তিনি বলেন, বিদেশের অসংখ্য জায়গায় আমরা এইরকম অনেক স্থাপনা লক্ষ্য করি। যা একটি দেশ বা একটি জেলাকে ব্যান্ডিং করে। তেমনি রাঙ্গামাটি জেলাকে ব্যান্ডিং করবে এই আই লাভ রাঙ্গামাটি। তিনি রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্পের বিকাশে আসামবস্তি-কাপ্তাই সড়কে অনেক পর্যটন স্পট গড়ে উঠেছে। এ সড়ক দিয়ে এখন পর্যটকদের আনাগোনা। তাই রাঙ্গামাটি জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন এখানে একটি পর্যটন দৃশ্য তৈরির আগ্রহ প্রকাশ করে।

এখানে বসে পর্যটকরা ছবি তুলবে, একটু আড্ডা দেবে। মূলত : এ কারণেই আই লাভ রাঙ্গামাটি তৈরি করা হয়েছে। এটি একটি চমৎকার জায়গা। মনে হচ্ছে বিদেশি কোনো একটি পর্যটক স্পটে আমরা বসে আছি। তাই এই ‘আই লাভ রাঙ্গামাটি’ পয়েন্টটি রক্ষা করা সবার দায়িত্ব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, এ জায়গায় আমি বেশ কয়েকবার এসেছি। এখানে ‘আই লাভ রাঙ্গামাটি’ পয়েন্ট নির্মাণ করতে জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে সব ধরনের পরামর্শ নেই। স্যারের অনুমতিক্রমে আই লাভ রাঙ্গামাটির কাজ শুরু করি। কাজ করতে গিয়ে অনেকবার আমাকে কষ্ট পেতে হয়েছে। দেখা গেছে একদিক দিয়ে তৈরি করলে অন্যদিক দিক দিয়ে ভেঙে নিয়ে গেছে। এভাবে তিনবার ভেঙেছে তিনবারই আমি এটা তৈরি করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com