1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

দিনে দিনেই ঘুরে আসতে পারেন নুহাশ পল্লী

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

শত ব্যস্ততা ও ছুটির ঝামেলার কারণে প্রায়ই আমাদের দূরে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তবে ব্যস্ততার ক্লান্তির বোঝা লাঘব করতে চাইলে কিছুটা সময় বের করতেই হবে। আর এই সময়টাতে ঘুরে আসতে পারেন ঢাকার আশে পাশেই কোথাও থেকে। যেখানে দিনে গিয়ে দিনেই চলে আসা যায়, যাকে আমরা বলি ‘ডে ট্রিপ’। রইল তেমনই একটা দারুণ জায়গার খোঁজ, যেখানে গেলে আপনার মনও ভালো হয়ে যাবে।

বলছি নুহাশ পল্লীর কথা। দক্ষ শিল্পীর অকৃত্রিম হাতে সাজানো প্রাকৃতিক সৌন্দর্যের আধার যেন এই নুহাশ পল্লী। সে শিল্পী আর কেউ নন, তিনি হলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ। ঢাকার অদূরে গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরুজালী গ্রামে রয়েছে এই নুহাশ পল্লী। যা নিজ হাতে গড়ে তুলেছেন হুমায়ূন আহমেদ। 

বর্তমানে নুহাশ পল্লীর আয়তন প্রায় ৪০ বিঘা। একদিনেই খুব সহজে যে কেউ পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই পল্লী থেকে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ২০০ টাকা। তবে ১২ বছরের নিচের কারো জন্য ফি লাগবে না। পিকনিক এবং শুটিংয়ের জন্য নুহাশ পল্লী ভাড়া দেওয়া হয়। যার জন্য গুণতে হবে ৪০-৫০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com