1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

বাংলাদেশের যে স্থানগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয়

  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বাংলাদেশের অনেকেই দেশে ও দেশের বাইরে বেড়াতে যান। বিশ্ব পর্যটন দিবসে আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের কোন জায়গাগুলো আপনার কাছে আকর্ষণীয় মনে হয়। অনেকে খাগড়াছড়ি, সাজেক, বান্দরবান, রাতারগুল, সিলেটের হাওর, ঝর্নাসহ সুন্দরবন কক্সবাজার-কুয়াকাটা-সেন্টমার্টিন সমুদ্রসৈকতের কথা বলেছেন। শাপলা বিল আর গ্রামীণ সৌন্দর্যের কথা বলেছেন অনেকে। আবার পাহাড়পুর বৌদ্ধ বিহার, ময়নামতিসহ দেশের প্রাচীন স্থাপনাগুলোর কথাও অনেকে বলেছেন যা দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে পারে। আপনাদের মন্তব্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের কয়েকটি দর্শনীয় স্থানের ছবি এখানে তুলে ধরা হলো।

রাঙ্গামাটির কাপ্তাই লেক, অনেকের কাছেই পছন্দের জায়গা।

ছবির উৎস,YOUSUF TUSHAR

ছবির ক্যাপশান,রাঙ্গামাটির কাপ্তাই লেক, অনেকের কাছেই পছন্দের জায়গা। মো: হামিদুর রহমান নামে একজন বিবিসি বাংলার ফেসবুক পাতায় লিখেছেন-” রাঙ্গামাটি কাপ্তাই লেকটা একটা অসাধারণ লেক, অনেক বড়, এটি জেলার মাঝখানে অবস্থিত, ইঞ্জিনের নৌকায় ঘুরতে বেশ ভালো লাগে…..

বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাপলা বিল রয়েছে।

ছবির উৎস,BARCROFT MEDIA

ছবির ক্যাপশান,বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাপলা বিল রয়েছে। তবে বরিশালের শাপলা বিল ও ঢাকার কাছে নরসিংদীর শাপলা বিল দেখতে অনেকেই যান।

সিলেটের মাধবকুণ্ড জলপ্রপাত, এখনও পর্যটকদের কাছে আকর্ষণীয়।

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,সিলেটের মাধবকুণ্ড জলপ্রপাত, এখনও পর্যটকদের কাছে আকর্ষণীয়।

পাহাড়পুর বৌদ্ধ বিহার

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,পাহাড়পুর বৌদ্ধ বিহার, রাজশাহী

সেন্ট মার্টিন

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,সেন্ট মার্টিনের সৌন্দর্য মুগ্ধ করার মতো।

সিলেটের চা বাগান দেখতে যান অনেক পর্যটক।

ছবির উৎস,NURPHOTO

ছবির ক্যাপশান,সিলেটের চা বাগান দেখতে যান অনেক পর্যটক।

সম্প্রতি সিলেটের রাতারগুল হয়ে উঠেছে পর্যটকদের নতুন গন্তব্য।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,সম্প্রতি সিলেটের রাতারগুল হয়ে উঠেছে পর্যটকদের নতুন গন্তব্য।

সেন্ট মার্টিন

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে সেন্ট মার্টিন অন্যতম।

নাফাখুম ঝর্ণা। অনেকেই ট্রেকিং করে এখানে যাচ্ছেন।

ছবির উৎস,MIR SABBIR

ছবির ক্যাপশান,নাফাখুম ঝর্ণা। অনেকেই ট্রেকিং করে এখানে যাচ্ছেন। পার্বত্য জেলাগুলোর ঝর্ণা ও জলপ্রপাত পর্যটকদের মধ্যে জনপ্রিয়।

সিলেটের রাতারগুলে প্রকৃতির সৌন্দর্যে একজন নারী।

ছবির উৎস,PACIFIC PRESS

ছবির ক্যাপশান,সিলেটের রাতারগুলে প্রকৃতির সৌন্দর্যে একজন নারী।

বান্দরবানের স্বর্ণমন্দির অনেকের পছন্দ।

ছবির উৎস,বান্দরবান জেলা তথ্য বাতায়ন

ছবির ক্যাপশান,বান্দরবানের স্বর্ণমন্দির অনেকের পছন্দ।

টাঙ্গুয়ার হাওর, অনেকেই এখন বেড়াতে যাচ্ছেন এই স্থানে।

ছবির উৎস,SHYADUL ISLAM

ছবির ক্যাপশান,টাঙ্গুয়ার হাওর, অনেকেই এখন বেড়াতে যাচ্ছেন এই স্থানে।

দিনাজপুরের কান্তজীর মন্দির।

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,দিনাজপুরের কান্তজীর মন্দির।

রাঙ্গামাটির নয়নাভিরাম দৃশ্য।

ছবির উৎস,YOUSUF TUSHAR

ছবির ক্যাপশান,রাঙ্গামাটির পাহাড় আর নদীর নয়নাভিরাম দৃশ্য।

কুয়াকাটা পটুয়াখালীতে অবস্থিত বৌদ্ধবিহার

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,কুয়াকাটার পটুয়াখালীতে অবস্থিত বৌদ্ধবিহার

ষাট গম্বুজ মসজিদ, বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,ষাট গম্বুজ মসজিদ, বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ

চুনাখোলা মসজিদ, ষাট গম্বুজ মসজিদ থেকে একটু দূরেই অবস্থিত এ মসজিদটি বাংলাদেশের একটি পুরাকীর্তি।

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,চুনাখোলা মসজিদ, ষাট গম্বুজ মসজিদ থেকে একটু দূরেই অবস্থিত এ মসজিদটি বাংলাদেশের একটি পুরাকীর্তি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদটির ব্যাপক মেরামত ও সংস্কার করা হয়েছে।

রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ।

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ।

কুয়াকাটা সমুদ্র-সৈকত

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,কুয়াকাটা সমুদ্র-সৈকত

বাংলাদেশের অনেকের কাছে বান্দরবান বেশ আকর্ষণীয় জায়গা।

ছবির উৎস,PACIFIC PRESS

ছবির ক্যাপশান,বাংলাদেশের অনেকের কাছে বান্দরবান বেশ আকর্ষণীয় জায়গা ,বান্দরবানে চাষের সময় স্থানীয় এক নারী

বাংলাদেশের অনেকের কাছে বান্দরবান বেশ আকর্ষণীয় জায়গা।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,বাংলাদেশের অনেকের কাছে বান্দরবান বেশ আকর্ষণীয় জায়গা।

রাঙ্গামাটিতে বৈশাখ মাসে বৈসাবি উৎসব হয়

ছবির উৎস,BARCROFT MEDIA

ছবির ক্যাপশান,রাঙ্গামাটিতে বৈশাখ মাসে বৈসাবি উৎসব হয়, তখন ওই উৎসব দেখতে যান অনেক পর্যটক। ওই উৎসবের একটি ছবি।

বান্দরবানে জুম চাষের সময় স্থানীয়দের আচার-অনুষ্ঠান।

ছবির উৎস,PACIFIC PRESS

ছবির ক্যাপশান,বান্দরবানে জুম চাষের সময় স্থানীয়দের আচার-অনুষ্ঠান।

সেন্টমার্টিন -অনেকের কাছে বেশ পছন্দের জায়গা।

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,সেন্টমার্টিন -অনেকের কাছে বেশ পছন্দের জায়গা।

কুয়াকাটা সমুদ্র সৈকত

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,কুয়াকাটা সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র-সৈকত

ছবির উৎস,YOUSUF TUSHAR

ছবির ক্যাপশান,কক্সবাজার সমুদ্র-সৈকত

সমুদ্রে জেলেদের মাছ ধরার দৃশ্য

ছবির উৎস,YOUSUF TUSHAR

ছবির ক্যাপশান,সমুদ্রে জেলেদের মাছ ধরার দৃশ্য

রাঙ্গামাটির সাজেক

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,রাঙ্গামাটির সাজেক , পর্যটকদের নতুন আকর্ষণ

খাগড়াছড়ির রিছাং ঝর্ণা

ছবির উৎস,বিবিসি বাংলা

ছবির ক্যাপশান,খাগড়াছড়ির রিছাং ঝর্ণা। নদী, পাহাড়, রাবার বাগান, আলুটিলা সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা দেখতে অনেকেই যান খাগড়াছড়িতে। এই স্থানটি রয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়।

সুন্দরবনও পর্যটকদের অন্যতম আকর্ষণ। সুন্দরবনের মৌয়ালি'র সময়কার ছবি এটি।

ছবির উৎস,PACIFIC PRESS

ছবির ক্যাপশান,সুন্দরবনও পর্যটকদের অন্যতম আকর্ষণ। সুন্দরবনের মৌয়ালি’র সময়কার ছবি এটি।

সাজেক ভ্যালি রয়েছে অনেকের পছন্দের তালিকায়।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,সাজেক ভ্যালি রয়েছে অনেকের পছন্দের তালিকায়।

টাঙ্গুয়ার হাওরের দৃশ্য।

ছবির উৎস,YOUSUF TUSHAR

ছবির ক্যাপশান,টাঙ্গুয়ার হাওরের দৃশ্য।

টাঙ্গুয়ার হাওরের দৃশ্য।

ছবির উৎস,YOUSUF TUSHAR

ছবির ক্যাপশান,টাঙ্গুয়ার হাওরের দৃশ্য।

সিলেটের বিছানাকান্দি

ছবির উৎস,MAJORITY WORLD

ছবির ক্যাপশান,সিলেটের বিছানাকান্দিবিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com