রোজ একই ধরনের জীবনযাপনে হাঁপিয়ে উঠি আমরা। শুধু কাজ নয়, আশেপাশের মানুষজন থেকেও যেন একটু ছুটি চাই। মাঝেমধ্যে মনে হয়, এমন কোথাও যাই, যেখানে আমাকে কেউ চেনে না। এই চাওয়া তো অন্যায় নয়। একই ধরনের কথা রোজ শুনে, একই কাজ নিয়মিত করে মন-শরীর যখন আর চলতে চায় না, তখন শুধু নিজের জন্য একটু সময় প্রয়োজন হয়।
উইকিপিডিয়া ও পেকজেলসডটকম