1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

বাজেট ট্যুর হোক তুরস্কে

  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
Two smiling girlfriends with smart phone doing selfie in front of the Blue Mosque in Istanbul. Travel and vacation in Turkey concept
কম খরচে ৭ দিনের জন্য ফুল গাইড
তুরস্ক ভ্রমণ কেন?
মোহনীয় ইস্তানবুল, ঐতিহাসিক মসজিদ, দারুণ খাবার আর ইউরোপ-এশিয়ার সংযোগস্থলে অনন্য ভ্রমণ অভিজ্ঞতা — সব মিলিয়ে বাজেট ট্রাভেলারের জন্য পারফেক্ট ডেস্টিনেশন।
ভিসা প্রসেসিং
অন-অ্যারাইভাল নয়, আগে আবেদন করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্টস:
পাসপোর্ট (৬ মাসের মেয়াদ)
ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ৬০,০০০ টাকা)
ছবি + চাকরি/ব্যবসার প্রমাণ
হোটেল ও ফ্লাইট বুকিং
ফি: আনুমানিক ৬,০০০ – ৭,০০০ টাকা
ফ্লাইট খরচ (ঢাকা-ইস্তানবুল রিটার্ন)
অফ-সিজন: ৫০,০০০ – ৭০,০০০ টাকা
হাই-সিজন: ৭০,০০০ – ৯০,০০০ টাকা
থাকার ব্যবস্থা (প্রতি রাত)
হোস্টেল: ৮০০ – ১,৫০০ টাকা
বাজেট হোটেল: ১,৫০০ – ৩,০০০ টাকা
এয়ারবিএনবি: ২,৫০০ – ৫,০০০ টাকা
সাশ্রয়ী এলাকা: ফাতিহ, সুলতান আহমেদ, তাকসিম
খাবার খরচ
লোকাল খাবার: ২০০ – ৪০০ টাকা
ফাস্ট ফুড: ১৫০ – ৩০০ টাকা
রান্না করে খেলে দিনে: ৩০০ – ৫০০ টাকা
ঘোরাঘুরি ও ট্যুর
IstanbulKart নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার
দর্শনীয় স্থানসমূহ:
Hagia Sophia – ফ্রি
Blue Mosque – ফ্রি
Topkapi Palace – ~১,০০০ টাকা
Bosphorus Cruise – ৫০০ – ১,০০০ টাকা
দৈনিক ট্যুর খরচ: ১,০০০ – ২,০০০ টাকা
মোট আনুমানিক খরচ (৭ দিন)
প্রায় ১.২ লাখ – ১.৫ লাখ টাকা (ফ্লাইটসহ)
টিপস:
অফ-সিজনে গেলে খরচ অনেক কমবে
আগে থেকে বুকিং করলে ফ্লাইট + হোটেল সস্তায় পাওয়া যায়
ইস্তানবুল ছাড়াও Cappadocia বা Antalya ঘুরে আসতে পারেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com