1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

ঘুরে আসুন নৈসর্গিক সৌন্দর্যের ‘বসন্ত বিলাস’

  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫

কর্মব্যস্ত ঢাকায় আবদ্ধ পাখির জীবন থেকে একটু বিরতি নেওয়া দরকার। দরকার প্রশান্তি ভরে দম নেওয়ার মতো জায়গা। তাই সাপ্তাহিক অথবা যে কোনো ছুটিতে ঘুরে আসতে পারেন গ্রামীণ ইজেলে তৈরি প্রকৃতির কাছাকাছি কোনো জায়গা থেকে। এমনই এক জায়গা হলো ‘বসন্ত বিলাস’। যদি সকালে গিয়ে সারাদিন সৌন্দর্য উপভোগ করে বিকেলে ঢাকায় ফিরে আসার কথা ভাবেন; তাহলেও আপনার জন্য ‘বসন্ত বিলাস’ হতে পারে সেরা পছন্দ।

‘বসন্ত বিলাস’ বিনোদনকেন্দ্র নারায়ণগঞ্জ জেলার তারাবো উপজেলার মুগড়াকুল গ্রামে অবস্থিত। প্রায় ৫০ বিঘা জায়গাজুড়ে বিনোদনকেন্দ্রটি গড়ে উঠেছে। ঢাকা থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্ব। কয়েক প্রহরের জন্য সমস্ত ব্যস্ততার কথা ভুলে নিশ্চিন্তে হারিয়ে যেতে পারেন এই সবুজ রাজ্যে। প্রকৃতির সান্নিধ্যে পরিবার কিংবা বন্ধু-বান্ধবের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। বিনোদনের নানা আয়োজনে ভরপুর ‘বসন্ত বিলাস’।

যা আছে বসন্ত বিলাসে
এ বিনোদনকেন্দ্রে ঢুকে সোজা সামনের দিকে তাকালেই নজর কাড়বে লেকের ওপর গড়ে ওঠা কাঠের পুলের। যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ম্রিয়মান স্রোতধারা। এ পুলে দাঁড়ালে এক মুহূর্তের জন্য মনে হতে পারে আপনি ঢাকার হাতিরঝিলে আছেন। পুলের বামদিকে হেঁটে গেলে চোখে পড়বে একটি ‘খেলা ঘর’। যেখানে প্রায় সব ধরনের ইনডোর গেম উপভোগ করতে পারবেন। খেলা ঘরের পাশের গলিতে থাকা এক সবুজের রাজ্য আপনাকে মুগ্ধ করবে। এ সবুজের রাজ্য মাড়িয়ে সামনে দিয়ে হেঁটে গেলে চোখে মিলবে ‘শিশু চত্বর’। যেখানে শিশুদের খেলাধুলার সমস্ত বন্দোবস্ত সুনিপুণভাবে করা হয়েছে।

ঘুরে আসুন নৈসর্গিক সৌন্দর্যের ‘বসন্ত বিলাস’

কাঠের পুল থেকে সোজা সামনের হাঁটতে থাকলে প্রতিটি পরতে পরতে গড়ে ওঠা সৌন্দর্য থেকে চোখ ফেরানো ভার। দুটি বিশাল দিঘিতে অনায়াসে করতে পারবেন নৌকা ভ্রমণ। যারা মাছ ধরতে পছন্দ করেন; তাদের জন্য আছে বিশেষ আয়োজন। খেলাধুলার জন্য আছে বড় মাঠ; যেখানে পরিবারের সবাইকে নিয়ে মেতে উঠতে পারবেন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও অন্যান্য খেলার আনন্দে। এমনকি ‘ডুব সাঁতার’ নামের সুইমিং পুলে দিতে পারবেন সাঁতার। থাকার জন্য আছে উন্নতমানের ‘ইচ্ছেডানা’ কটেজ। এ কটেজগুলো ফুলের বাগান দিয়ে ঘেরা। নেপালি কায়দার চমৎকার কটেজগুলোয় চাঁদনী রাতে কাটাতে পারবেন দারুণ মুহূর্ত।

এ বিনোদনকেন্দ্রের সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রবেশমূল্য ২০০ টাকা মোটেই বৃথা যাবে না। এ প্রবেশমূল্যের টাকা দিয়ে আপনি স্বাদ নিতে পারবেন দেশি-বিদেশি নানা খাবারের। এ ছাড়া এখানে আছে গার্ডেন রেস্টুরেন্ট, স্ন্যাক্স কর্নার, কফি শপ ও পিকনিক কিচেন। পিকনিক আয়োজন করার সব সুযোগ-সুবিধাও পাবেন সেখানে।

ঘুরে আসুন নৈসর্গিক সৌন্দর্যের ‘বসন্ত বিলাস’

যেভাবে যাবেন
ঢাকার যাত্রাবাড়ী বা গুলিস্তান থেকে যেতে হবে তারাবো বিশ্বরোড। সেখান থেকে আধা কিলোমিটার এগিয়ে গেলেই ‘বসন্ত বিলাস’। অবশ্য তারাবো বিশ্বরোড নেমে ৫০-৬০ টাকা রিকশা ভাড়া দিয়ে সহজেই যেতে পারবেন বিনোদনকেন্দ্রে। গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের পাশ থেকে গ্লোরী, আসিয়ান, রাণীমহল বাসে সরাসরি গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে সুলতানা কামাল সেতু পার হয়ে তারাবো বিশ্বরোডে নামতে হবে। বাসের ভাড়া জনপ্রতি ৫০ টাকার কাছাকাছি। গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে মেঘলা বা গুলিস্তান-তারাবো পরিবহনে যেতে পারবেন। ভাড়া জনপ্রতি ৬০ টাকা হতে পারে।

সময় ও টিকিট
বসন্ত বিলাসে প্রবেশের সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রাপ্তবয়স্কদের জন্যে প্রবেশমূল্য জনপ্রতি ২০০ টাকা। সুইমিং পুলে ২ ঘণ্টা সাঁতার কাটার জন্য এন্ট্রি ফি জনপ্রতি ২০০ টাকা এবং নৌকা ভ্রমণ ১৫ মিনিটের জন্য জনপ্রতি ৫০ টাকা। জুতা ও লুঙ্গি পরে সুইমিং পুলে প্রবেশ নিষেধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com