বিদেশ ভ্রমণের জন্য সবচেয়ে কাছের ও সাশ্রয়ী গন্তব্যগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম। সাগরের নীল জলরাশি, পাহাড়ের শীতল বাতাস আর শহরের রাতজাগা রঙের খেলা—সব মিলে এটা একটা ‘ড্রিম ডেস্টিনেশন’। আর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা পাওয়া এখন আরও সহজ!
১। ভিসা তথ্য (থাইল্যান্ড e-Visa):
বাংলাদেশিরা এখন অনলাইনে আবেদন করে সহজেই থাইল্যান্ড ভিসা পেতে পারেন।
– দরকার: পাসপোর্ট স্ক্যান কপি, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, টিকিট ও হোটেল বুকিং
– খরচ: প্রায় ৩৫০০–৪৫০০ টাকা
– থাই দূতাবাস (ঢাকা): +880-2-222260538
২। ফ্লাইট খরচ ও বুকিং:
– ঢাকা–ব্যাংকক রিটার্ন টিকিট: ১৮,০০০–৩০,০০০ টাকা
৩। জনপ্রিয় ভ্রমণ স্পট:
– ব্যাংকক: গ্র্যান্ড প্যালেস, চাও ফ্রায়া রিভার, স্ট্রিট ফুড
– পাতায়া: সমুদ্র সৈকত, আলকাজার শো, কোরাল আইল্যান্ড
– ফুকেট: নৈসর্গিক সমুদ্র ও দ্বীপ
– চিয়াং মাই: পাহাড় ও বৌদ্ধ মন্দির
৪। থাকা ও খাবারের খরচ:
– বাজেট হোটেল: ১২০০–২৫০০ টাকা/রাত
– খাবারের খরচ: দিনে ৩০০–৭০০ টাকা, থাই স্ট্রিট ফুড খুব সাশ্রয়ী
৫। আনুষঙ্গিক খরচ ও টিপস:
– লোকাল সিম (AIS, DTAC): এয়ারপোর্ট থেকেই কিনে নিতে পারবেন
– চলাচলের জন্য Grab অ্যাপ ব্যবহার করুন
– পর্যটন পুলিশের নম্বর: 1155 (ইংরেজিতে কথা বললে সহায়তা করবে)
– থাইল্যান্ডে শপিংও দারুণ! ব্যাংককের চাতুচাক মার্কেট বা এমবিকেতে একবার যেতেই হবে
৬। মোট ভ্রমণ বাজেট (৫-৭ দিন):
প্রায় ৫০,০০০ – ৭০,০০০ টাকায় পুরো ট্রিপ সেরে ফেলতে পারবেন (ফ্লাইট, ভিসা, থাকা, ঘোরাফেরা সব মিলিয়ে