1. admin@cholojaai.com : Cholo Jaai : Cholo Jaai
  2. b_f_haque70@yahoo.com : admin2024 :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

তুরস্ক ঘুরে আসুন

  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
তুরস্ক—ইউরোপ ও এশিয়ার মিলনস্থল, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার এক অপূর্ব সমন্বয়। এখন বাংলাদেশ থেকে সরাসরি তুরস্ক ভ্রমণ করা খুব সহজ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী।
তুরস্কে ভ্রমণের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীরা অনলাইনে ই-ভিসার মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন, যদি তাদের ইউএসএ, ইউকে বা শেংগেন ভিসা থাকে।
ওয়েবসাইট: www.evisa.gov.tr
যাদের এই ভিসাগুলো নেই, তারা তুরস্ক দূতাবাসে সরাসরি আবেদন করতে পারেন।
ওয়েবসাইট: www.visa.gov.tr
ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
৬ মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট
পাসপোর্ট সাইজের ছবি
ব্যাংক স্টেটমেন্ট
ফ্লাইট এবং হোটেল বুকিং
ট্রাভেল ইন্স্যুরেন্স
ফ্লাইট ব্যবস্থা:
ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরে Turkish Airlines, Qatar Airways, Emirates ইত্যাদি এয়ারলাইন্সের মাধ্যমে ফ্লাইট পাওয়া যায়।
টিকিট খরচ আনুমানিক ৭০,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
৭ দিনের আনুমানিক খরচ:
ফ্লাইট: ৯০,০০০ টাকা
হোটেল: ২৫,০০০ টাকা (মধ্যম মানের)
খাবার ও স্থানীয় যাতায়াত: ১৫,০০০ টাকা
টিকিট ও ঘোরাঘুরি: ১০,০০০ টাকা
মোট আনুমানিক খরচ: ১,৪০,০০০ টাকা (ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে)
দর্শনীয় স্থানসমূহ:
ইস্তাম্বুল: ব্লু মস্ক, হায়া সোফিয়া, টপকাপি প্যালেস
কাপাদোকিয়া: হট এয়ার বেলুন রাইড
পামুক্কালে: প্রাকৃতিক হট স্প্রিং
কুসাদাসি ও এজিয়ান সমুদ্র তীর
বসফরাস নদীতে বোট ট্রিপ
ঐতিহাসিক বাজার ও স্থানীয় খাবারের স্বাদ
অনলাইন সহযোগিতার জন্য ওয়েবসাইট:

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com