1. [email protected] : Cholo Jaai : Cholo Jaai
  2. [email protected] : admin2024 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

চীনে হুট করেই বেড়ে গেছে বিয়ের প্রবণতা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

দশকের পর দশক ধরেই চীনের তরুণ–তরুণীদের মধ্যে বিয়ে করার প্রবণতা কমে আসছে। তবে গত বছর এই প্রবণতা হুট করেই বেড়ে গেল। দেশটির সরকারি এক হিসাব থেকে জানা যায়, আগের বছরের চেয়ে ২০২৩ সালে বিয়ে বেড়েছে ১২.৪ শতাংশ। এর মধ্য দিয়ে গত এক দশকের মধ্যে এই প্রথম বিয়ের হার বাড়ল চীনে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত সপ্তাহে বিয়ের এই হিসাব প্রকাশ করে চীনের মিনিস্ট্রি অব সিভিল অ্যাফেয়ার্স। পরিসংখ্যান মতে, গত বছর দেশটিতে বিয়ে করেছেন ৭৬ লাখ ৮০ হাজার চীনা দম্পতি।

২০২২ সালের চেয়ে গত বছর ৮ লাখ ৪৫ হাজার বেশি দম্পতি বিয়ে করেছেন। তবে এখনো ২০১৩ সালের রেকর্ড ছাড়ানো যায়নি। ওই বছর বিয়ে হয়েছিল ১৩০ কোটির বেশি চীনা দম্পতির।

এই পরিসংখ্যান প্রকাশের আগেই অবশ্য চীনের প্রিমিয়ার লি কিয়াং সম্প্রতি বলেছেন, দেশটিতে সঠিক পরিবেশ ও পদ্ধতিতে জনসংখ্যার বিষয়টি দেখা হবে। এ নিয়ে আইনপ্রণেতারাও কাজ করছেন। কেননা আগামী বছরগুলোতে চাকরিজীবীদের বিরাট একটা অংশ অবসরে যাবেন। তাদের জায়গায় নেওয়ার মতো লোক দেশটিতে কম।

চীনের জনসংখ্যা দীর্ঘদিন ধরেই কমে আসছে। এ কারণে গত বছর তাদের টপকে গেছে ভারত। এবার পরিকল্পিত উপায়ে এগিয়ে যাচ্ছে চীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি
© All rights reserved © 2024 CholoJaai
Developed By ThemesBazar.Com